কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): ‘পুরো দুনিয়াই মসজিদ’- হাদীছটি কি ছহীহ? আর পুরো দুনিয়া যদি মসজিদ হয়ে থাকে তাহলে আলাদাভাবে মসজিদ নির্মাণ করা হলো কেন? পুরো দুনিয়াই মসজিদ হাদীছটি দ্বারা কী বুঝানো হয়েছে?

উত্তর: উক্ত হাদীছটি ছহীহ (ছহীহ বুখারী, হা/৪৩৮; ছহীহ মুসলিম, হা/৫২১)। আহলে কিতাবরা শুধু তাদের ধর্মশালাতেই ইবাদত করাকে বৈধ মনে করত। কিন্তু এই হাদীছ দিয়ে এই উম্মতের জন্য হালকা করা হয়েছে যে, ছালাতের ওয়াক্ত হলে তারা যেখানেই থাকুক সেখানেই ছালাত আদায় করতে পারবে (মিরকাতুল মাফাতীহ, ৯/৩৬৭৫)।

প্রশ্নকারী :মুত্তাকিন আহমেদ

পিরিজপুর।


Magazine