উত্তর : প্রচলিত অলিম্পিক গেমস, ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলায় অংশগ্রহণ করা জায়েয নয়। কারণ এতে বহু শারঈ নীতিমালা লঙ্ঘিত হয়। যেমন- খেলোয়াড়দের সতর (আব্রু) খোলা থাকে। নারী খেলোয়াড়দের অংশগ্রহণ থাকে। সেটা আবার সারা বিশ্বে দেখানো হয়। নগ্ন-অর্ধনগ্ন নারী দর্শকের অবাধ অংশগ্রহণ থাকে। খেলার নামে চলে আধুনিক জুয়ার রমরমা ব্যবসা। দেশ-বিদেশ থেকে আগত খেলোয়াড়-দর্শকদের মনোরঞ্জনের জন্য চলে মদ ও নারীর দেহ ব্যবসা। তাই এসব খেলা জায়েয হওয়ার কোনো দিকই থাকে না। এটি একটি জুয়া। সুলায়মান ইবনু বুরায়দা তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নারদাশীর (পাশা বা এমন খেলা যাতে শারিরিক ও শরীয়তের কোন কল্যাণ নেই) খেলবে, সে যেন তার হাতকে শুকরের গোশত ও রক্তে রঞ্জিত করলো’ (ছহীহ মুসলিম, হা/২২৬০; আবূ দাঊদ, হা/৪৯৩৯)।
প্রশ্নকারী : শেখ ইসমাইল
পূর্ব বর্ধমান, ভারত।