কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : ঘুমিয়ে থাকার কারণে ইফতারির সময় ৩০ মিনিট পার হয়ে গেছে এখন করণীয় কী?।

উত্তর : যখন ঘুম ভাঙবে তখনই তাকে ইফতার করতে হবে। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি ব্যক্তি হতে কলম উঠিয়ে নেওয়া হয়েছে: (১) ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় (২) নাবালেগ, যতক্ষণ না সে বালেগ হয় এবং (৩) পাগল, যতক্ষণ না জ্ঞানসম্পন্ন হয়। (আবূ দাঊদ, হা/৪৪০৩)। ছালাতের ব্যাপারেও নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‌فَلْيُصَلِّهَا ‌إِذَا ‌ذَكَرَهَا কেউ ছালাত আদায় করতে ভুলে গেলে যখনই স্মরণ হবে তখনই তা আদায় করে নিবে (ছহীহ মুসলিম, হা/৯৮০)।

প্রশ্নকারী : আসাদুল্লাহ, ঢাকা।



Magazine