কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): আমি বিকাশের এজেন্ট। বিকাশের মাধ্যমে অনেক কাস্টমার আসে এনজিও কিস্তি দেওয়ার জন্য। ইসলামিক দৃষ্টিতে এভাবে কিস্তি প্রদান করা যাবে কি?

উত্তরএনজিও হলো আন্তর্জাতিক অলাভজনক কোনো বেসরকারি সংস্থা, যারা সরকারের অনুমতিক্রমে স্বাধীনভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং যদি কোনো এনজিও সংস্থা শরী‘আত বহির্ভূত কোনো কর্মকাণ্ডের সাথে, বিশেষভাবে সূদের সাথে জড়িত না থাকে, তাহলে বিকাশের মাধ্যমে এমন কাস্টমারের কিস্তি পরিশোধ করাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো এনজিও সংস্থা যদি শরী‘আত বহির্ভূত কর্মকাণ্ড; যেমন সূদ, পরিবার পরিকল্পনা, তরুণ-তরুণীর অবাধ মেলামেশা ও যৌনাচারে উৎসাহিত করার মতো কোনো কাজে জড়িত থাকে, তাহলে এমন এনজিওতে কাস্টমারের কিস্তি পরিশোধ করা যাবে না। কারণ এটা শরী‘আত বিরোধী কাজে সহযোগিতার শামিল, যা নিষিদ্ধ। মহান আল্লাহ বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও আল্লাহদ্রোহিতার কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : আবু হানিফ বিন মর্তুজা

সাপাহার, নওগাঁ।


Magazine