কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : মেয়েদের কি মেসে রেখে একা একা পড়াশোনা করানো কি জায়েয? ইসলাম এটাকে কি সমর্থন করে?

উত্তর: নারীদের জন্য মাহরাম ব্যতীত একদিন-একরাতের বেশি দূরত্বে সফর করা হারাম। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে নারী আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে তার জন্য একদিন-একরাতের দূরত্বে মাহরাম ব্যতীত সফর করা হালাল নয়’ (ছহীহ মুসলিম, হা/১৩৩৯; ছহীহ বুখারী, হা/১০৮৮)। তাই অবাধ ঘোরাফেরার সুযোগ আছে এমন পরিবেশে মেয়েদের রেখে পড়ালেখা করানো জায়েয নয়। তবে যে সকল প্রতিষ্ঠান মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করে এবং অবাধ চলাফেরা নিয়ন্ত্রণ করে, সেই সাথে মেয়েদের যাতায়াতের সময় মাহরাম সাথে থাকে সেসব প্রতিষ্ঠানে পড়ালেখা করানোতে কোনো সমস্যা নেই। কেননা নিরাপত্তা নিশ্চিত হলে, মাহরাম ছাড়া মেয়েরা থাকতে পারে। আদি ইবনু হাতেম রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, [হে আদি ইবনু হাতেম!] ‘তুমি যদি দীর্ঘজীবী হও তবে দেখবে একজন উষ্ট্রারোহী হাওদানশীল মহিলা হীরা হতে রওয়ানা হয়ে বায়তুল্লাহ তাওয়াফ করে যাবে। এতে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না’ (ছহীহ বুখারী, হা/৩৪০০; কুবরা বায়হাক্বী, হা/১০১৩১)।

প্রশ্নকারী : রেদোয়ান আহমেদ

নওগাঁ।

Magazine