কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : ইসরা তথা মিরাজের রাত্রি উদযাপন করার বিধান কি?

উত্তর: এতে কোনো সন্দেহ নাই যে, ইসরা বা মি‘রাজ রজনী একটি মহিমান্তিত রাত। তবে ইসরা ও মি‘রাজের রাতকে কেন্দ্র করে যে অনুষ্ঠান করা হয়, যে ইবাদত করা হয় তা একটি বিদআত। কেননা এ রাতটি অনির্দিষ্ট রয়েছে, কোন মাসে ও কোন তারিখে তা সংঘটিত হয়েছিল তা স্পষ্ট করে কিছু জানা যায় না। মহান আল্লাহ বলেন, ‘তিনি পুতপবিত্র যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আক্বছা পর্যন্ত রাতের বেলায় ভ্রমন করালেন… (সুরা বনূ ইসরাঈল, ১৭/১)। আবার এ রাতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অনুষ্ঠান করে যাননি। তার ছাহাবীদের বলে যাননি। তার মৃত্যুপরবর্তী খোলাফায়ে রাশেদা ও ছাহাবায়ে কেরাম তাদের কেউ এ রাতে কোনো ইবাদত বা অনুষ্ঠান করেননি। সুতরাং অনির্ধারিত ইসরা ও মি‘রাজের রাতকে কেন্দ্র করে কোনো ইবাদত করা সম্পূর্ণ বিদআত। মহান আল্লাহ বলেন, ‘রাসূল (মুহাম্মাদ) যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো’ (সূরা হাশর, ৫৯/৭)। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোনো আমল করল যে ব্যাপারে আমাদের নির্দেশ নেই, তাহলে তা পরিত্যাজ্য’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮; মুসনাদে আহমাদ, হা/২৫১৭১)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

নারায়ণগঞ্জ।

 

Magazine