উত্তর : শয়তান মনের মধ্যে যে ওয়াসওয়াসা দেয়, সেটি অবহ্যত রাখা যাবে না। বরং এরকম চিন্তা ভাবনা আসলেই আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর যদি শয়তানের কুমন্ত্রণা আপনাকে প্ররোচিত করে, তবে আল্লাহর আশ্রয় চাইবেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ’ (আল-আরাফ, ৭/২০০)। যদি এই ওয়াসওয়াসা অনুযায়ী আমল করা না হয় অথবা এটি মুখে উচ্চারণ করা না হয় তাহলে এতে গুণাহ হবে না এবং হিসাব নেওয়াও হবে না। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ঐ সকল ওয়াসওয়াসা ক্ষমা করে দিয়েছেন যা তাদের মনে উদিত হয় বা যে সব কথা মনে মনে বলে থাকে; যতক্ষণ না তা বাস্তবে করে বা সে সম্পর্কে কথা বলে’ (ছহীহ বুখারী, হা/৬৬৬৪, ছহীহ মুসলিম, হা/১২৭)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক
রংপুর।