কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেয়া যাবে না তা হাদীছ দ্বারা প্রমাণিত। কিন্তু আমার প্রশ্ন হলো- হারানো ঘোষণা ছাড়া অন্য ঘোষণা (যেমন আগুন লেগেছে বলে তাৎক্ষণিক সতর্কতা) দেয়া যাবে কি। হারানো জিনিসের ঘোষণার নিষেধাজ্ঞা এক্ষেত্রে ব্যাপক নাকি সীমাবদ্ধ?

উত্তর: হারানো জিনিসের ঘোষণা ব্যতীত আকস্মিক বিপদের ঘোষণা যেমন- হটাৎ আগুন, বন্যা বা ডাকাতের আক্রমণ, প্রবল বৃষ্টি ইত্যাদি তাহলে, উপায়ান্তর না পেলে মসজিদের মাইক দ্বারা করা যায়। আবুল মালিহ থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তারা হুনায়নের যুদ্ধের দিন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাথে অবস্থান করছিলেন। এমতাস্থায় বৃষ্টি হলো। তখন একজন আহ্বানকারী (আযানের মাঝে) ঘোষণা দিলেন, তোমরা তোমাদের বাড়িতে ছালাত আদায় করো (মুসনাদে আহমাদ, হা/২০৭০২)। নাফে‘ রহিমাহুল্লাহ হতে বর্ণিত, ঠান্ডা এবং প্রবল বাতাসের রাতে ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা আযান শেষে ঘোষণা দিয়ে বললেন, শোনো! বাড়িতে ছালাত পড়, শোনো! বাড়িতে ছালাত পড়, শোনো! বাড়িতে ছালাত পড়, (মুসনাদে আহমাদ, হা/৫৮০০)। আর মসজিদে যেসকল কর্ম নিষিদ্ধ তা হচ্ছে-আমর ইবনু শু’আইব রহিমাহুল্লাহ হতে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বেচা-কেনা করতে, হারানো বস্তু তালাশ করতে এবং কবিতা আবৃত্তি করতে নিষেধ করেছেন’ (আবূ দাউদ, হা/১০৭৯; মুসনাদে আহমাদ, হা/৬৬৭৬)। মৃত্যু সংবাদ ঘোষণা করা (ফতহুল কাদীর, ২/১২৮; ফতহুল বারী, ৬/২৮)। অতএব মসজিদে নিষিদ্ধ বস্তুসমূহ ব্যতিরেকে বিপদাপদের ঘোষনা দেওয়াতে শারঈ কোন বাধা নেই। ‘মসজিদে হারানো জিনিসের ঘোষণা নিষিব্ধ’ মর্মে বর্ণিত হাদীছটি হারানো বস্তুর ক্ষেত্রে সীমাবদ্ধ।

প্রশ্নকারী : সজিব হোসেন

সাথিয়া, পাবনা।


Magazine