উত্তর: হ্যাঁ, বিতর ছালাত আদায়ের পরেও শেষ রাতে তাহাজ্জুদ পড়া যাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাত আদায়ের পরও দুই রাকআত ছালাত পড়তেন (তিরমিযী, হা/৪৭১)। তবে পরে আর বিতর পড়তে হবে না। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক রাতে দুই বিতর নেই’ (তিরমিযী, হা/৪৭০; আবূ দাঊদ, হা/১৪৩৯)। এই হাদীছ প্রমাণ করে যে, বিতরের পরে নফল ছালাত আদায় করা যায়। অতএব, রাতে উঠে ছালাত আদায় করলে তাকে আর বিতর পড়তে হবে না। তবে যিনি তাহা্জ্জুদের ছালাত নিয়মিত আদায় করেন তিনি প্রথম রাতে বিতর আদায় না করে তাহাজ্জুদ শেষে বিতর আদায় করবেন (ছহীহ মুসলিম, হা/৭৫৫)।
প্রশ্নকারী : আর.এম.এস.রুবেল
কুড়িগ্রাম