কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : কেউ মৃত ব্যক্তিকে গোসল দিলে তার জন্য কি গোসল করা জরুরী?

উত্তর : মৃত ব্যক্তিকে গোসল করালে গোসলদাতার জন্য গোসল করা সুন্নাত। তবে যদি কেউ গোসল না করতে চায়, তাহলে তার জন্য দুই হাত ধুয়ে ফেলাই যথেষ্ট হবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে গোসল করাবে তখন তোমাদের উপর গোসল করা জরুরী নয়। কেননা তোমাদের (মুসলিমদের) মৃত ব্যক্তি অপবিত্র নয়। সুতরাং তোমাদের হস্তদ্বয় ধুয়ে ফেলাই তোমাদের জন্য যথেষ্ট হবে’ (মুসতাদরাকে হাকেম, ১/৩৮৬, শায়খ আলবানী এটিকে হাসান বলেছেন)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা মৃত ব্যক্তিকে গোসল করাতাম অতঃপর আমাদের মধ্যে থেকে কেউ গোসল করত আবার কেউ গোসল করত না’ (দারাকুত্বনী, হা/১৮৪২)।

প্রশ্নকারী : রুহুল আমীন

বগুড়া।


Magazine