উত্তর : লেনেদেনের ক্ষেত্রে আসল হলো, হালাল হওয়া। আল্লাহ তাআলা বলেন, ‘তিনিই যমীনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন’ (আল-বাকারা, ২/২৯)। সুতরাং সাধারণভাবে মোবাইল মেকানিকের কাজ করাতে শরীআতে কোনো বাধা নেই। তবে যদি নিশ্চিতভাবে জানা যায় যে, কোনো ব্যক্তি মোবাইল মেরামত করে হারাম কাজে ব্যবহার করবে, তাহলে তার সেই মোবাইল মেরামত করে দিবে না। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। এরপরও এসব মাধ্যমে অর্থ উপার্জন না করে অন্য মাধ্যম গ্রহণ করাই ভালো।
প্রশ্নকারী : মুসাফির
নীলফামারী।