কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : চাকুরির মেয়াদকাল ৩ বছরের বেশি হলে কর্মকর্তাদের জমাকৃত টাকার ১০০% সাথে প্রতিষ্ঠানের প্রদেয় ১০০% অর্থ প্রদান করে, এক্ষেত্রে আমার প্রশ্ন হলো- প্রতিষ্ঠানের প্রদেয় অর্থ গ্রহণ করা কি শরীআতসম্মত হবে?

উত্তরপ্রথমত যে বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন তা হলো প্রতিষ্ঠানটি কি শরীআতসম্মত ভাবে পরিচালিত হয়, না কি তা হারাম ও সূদের সাথে সম্পর্কিত অছে। যদি হারাম ও সূদের সাথে সম্পর্কিত থাকে তাহলে তাতে চাকুরি করা ও তার প্রদেয় অর্থ গ্রহণ করা কোনোটিই বৈধ হবে না। কারণ এ ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক কঠোরতা আরোপ করেছেন। (১) তিনি বলেছেন, ‘সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যার শরীর হারাম দ্বারা তৈরি হয়েছে’ (সিলসিলা ছহীহা, হা/২৬০৯; মিশকাত, হা/২৭৮৭)। (২) তিনি বলেছেন, ‘সূদখোর ব্যক্তি মৃত্যুর পর হতে ক্বিয়ামত পর্যন্ত রক্তের লাল নদীতে সাঁতার কাটতে থাকবে এবং তার উপর পাথর নিক্ষেপ করা হবে (সংক্ষিপ্ত) (ছহীহ বুখারী, হা/৭০৪৭; মুসনাদে আহমাদ, হা/২০১৭৭)। আর যদি শরীআতম্মতভাবে পরিচালিত হয় এবং আপনার জমাকৃত টাকার সাথে সূদ ব্যতিরেকে প্রতিষ্ঠানের পক্ষ হতে ১০০% টাকা দেওয়া হয়ে থাকে। তাহলে তাতে কোনো সমস্যা নেই। কারণ তা হালাল। আল্লাহ বলেছেন, ‘হে ঈমানদারগণ! তোমরা পবিত্র তথা হালাল বস্তু হতে ভক্ষণ কর’ (আল-বাক্বারা, ২/৫৭)।

প্রশ্নকারী : উমার ফারুক

সীতাকুন্ড, চট্টগ্রাম।


Magazine