উত্তর : এ জন্য অনুতপ্ত হতে হবে এবং মুছীবত হিসাবে ‘ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন’ পড়া যেতে পারে (বাক্বারাহ, ১৫৬)। সেই সাথে সতর্ক থাকতে হবে যেন এমনটি পুনরায় আর না ঘটে। কারণ কুরআন সর্বাধিক মর্যাদাসম্পন্ন পবিত্র গ্রন্থ (বুরূজ, ২২)। তবে কুরআনের ওযনে চাউল দিতে হবে এ কথা সঠিক নয়।
আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
