কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন(৪৬): চাকরিস্থলে অনেক সময় আমার এক সহকর্মীসময়মতো আসতে পারে না। আমাকে অনুরোধ করলে আমি তার হয়ে হাজিরা খাতায় সই করে দিই। এটা কিবৈধহবে?

উত্তর: এমন কাজ হারাম। কেননা এতে কর্তৃপক্ষকে ধোঁকা দেওয়া হয়। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১৪৬)।

প্রশ্নকারী : আনোয়ার হোসনে

রাজশাহী।


Magazine