কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): আমাদের মেডিকেল কলেজে হেপাটাইটিস ভ্যাকসিন দেওয়ার জন্য একটি সূদী ব্যাংক থেকে ডোনেশন নেওয়া হয়েছে, টিকা কেনাও শেষ। এই টিকা নেওয়া কি জায়েয হবে?

উত্তর: হেপাটাইটিস একটি মারাত্মক অসুখ। এজন্য অসহায় মানুষেরা সহযোগিতা নিতে পারে এবং সম্পদশালীদের এতে সহযোগিতা করা উচিত। তবে সূদী ব্যাংকের অর্থ থেকে ডোনেশন দেওয়া হলে তা গ্রহণ করা যাবে না। কেননা এতে অন্যায় কাজে সহযোগিতা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘সৎকর্ম ও তাক্বওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো এবং মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : মোশতাক

ঢাকা মেডিকেল কলেজ।


Magazine