কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : বছরের কোন সময়ে উমরাহ করা বেশী উত্তম?

উত্তর: বছরের যেকোন সময়েই উমরাহ করা শরীয়তসম্মত। তবে রমাযান মাসে উমরাহ করা বেশী উত্তম। কেননা ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে, নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাযান মাসে উমরাহ করা একটি হাজ্জের সমান (ছহীহ বুখারী, হা/১৭৮২, ছহীহ মুসলিম, হা/১২৫৬)।

প্রশ্নকারী : কামরুল হাসান

চট্রগাম।


Magazine