কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) :আমরা দুই ভাই বিদেশ থাকি, দুই ভাই একসাথে বাসায় টাকা পাঠাই।এখন আমার বাবা এবং ভাই মিলে তারা জমি বন্ধক রাখে। আমি শুনেছি বন্ধক রাখা জায়েয নয়, আমি তাদের মানা করেছি কিন্তু তারা শোনে না। এখন আমি কি ঐ গুনাহের অংশীদার হব?

উত্তর : আমাদের দেশে যে বন্ধক প্রথা প্রচলিত আছে তাতে জমির মূল মালিক নির্দিষ্ট একটি টাকার বিনিময়ে টাকা দাতাকে জমি ভোগ করার সুযোগ দেয়। যতদিন জমির মূল মালিক টাকা ফেরত না দিচ্ছে ততদিন টাকা প্রদানকারী জমিটি ভোগ করতে পারবে। প্রশ্নে উল্লিখিত বন্ধক যদি অনুরূপই হয় তাহলে তা হারাম। সেক্ষেত্রে তাদেরকে বুঝাতে হবে যে, জমি বন্ধক নেওয়া ইসলামী শরীআতে বৈধ নয়। যদি না শোনে তাহলে এই কাজে তাদেরকে সহযোগিতা করা যাবে না, বরং সহযোগিতা বন্ধ করে দিতে হবে। কারণ পাপ কাজে সহযোগিতাকারী সেই পাপের অংশীদার হবে। আল্লাহ তাআলা বলেন, ‘নেককাজ ও তাক্বওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সাহায্য করবে না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী :ঝিকরগাছা, যশোর

মো. সাহিদ হাসান।


Magazine