কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : সমাজের অনেককে দেখা যায় যে, তারা তাদের প্রাপ্তবয়স্কা মেয়েকে বিবাহ দিতে চান না, বরং আরো কিছুদিন পরে ভালো পরিবারে বিবাহ দিবেন বলে আশা প্রকাশ করেন। এমন চিন্তা-ভাবনা কি ইসলামসম্মত?

উত্তর: প্রাপ্তবয়স্কা মেয়েকে বিবাহ না দিয়ে আটকে রাখা ইসলামসম্মত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা যার দ্বীনদারিতা ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট, এমন কেউ তোমাদের নিকট বিবাহের প্রস্তাব দিলে তোমরা তার সাথে (তোমাদের মেয়ের) বিবাহ দিয়ে দাও। অন্যথায় পৃথিবীতে ফিতনা-ফাসাদ ও বিশৃঙ্খলা-বিপর্যয় ছড়িয়ে পড়বে’। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তার মাঝে কিছু থাকলেও কি? (অর্থাৎ সে যদি অভাবগ্রস্থ ও দরিদ্র হয়?) তিনি বললেন, ‘তোমরা যার দ্বীনদারিতা ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট, এমন কেউ তোমাদের নিকট বিবাহের প্রস্তাব দিলে তোমরা তার সাথে (তোমাদের মেয়ের) বিবাহ দিয়ে দাও’। রাবী বলেন, এ কথা তিনি তিনবার বললেন’ (তিরমিযী, হা/১০৮৪-১০৮৫; ইবনু মাজাহ, হা/১৯৬৭; সিলসিলা ছহীহাহ, হা/১০২২)। সুতরাং মেয়ে প্রাপ্তবয়স্কা হলে, ভালো দ্বীনদার ছেলে দেখে বিবাহ দিয়ে দিতে হবে। অনুরূপ কথা প্রাপ্তবয়স্ক ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য।

প্রশ্নকারী : মিজানুর রহমান

রংপুর।


Magazine