কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : বিড়াল খাবারে মুখ দিলে সে খাবার খাওয়া যাবে কি?

উত্তর : হ্যাঁ, যাবে। কেননা বিড়ালের উচ্ছিষ্ট অপবিত্র নয়; বরং তা পবিত্র। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়। এটা তোমাদের আশেপাশে ঘনঘন বিচরণকারী বা বিচরণকারিণী (আবূ দাঊদ, হা/৭৫, সনদ হাসান ছহীহ; ইবনু মাজাহ, হা/৩৬৭; নাসাঈ, হা/২৬৮; আহমাদ, হা/২৩১৯১; মিশকাত, হা/৪৮২)। তবে তার মুখে অপবিত্র লেগে থাকলে তা না খাওয়া উত্তম।

প্রশ্নকারী : সাফি ইসলাম

সোনাতলা, বগুড়া।


Magazine