কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): অনেক এলাকাতে দেখা যায় যে, মহিলারা তাদের বাড়িতে ই‘তিকাফ করে। আমার প্রশ্ন হলো, মহিলারাকিবাড়িতেই‘তিকাফকরতেপারে?

উত্তর: না, মহিলারা বাড়িতে ই‘তিকাফ করতে পারবে না। বরং মহিলা-পুরুষ সবাইকেই মসজিদে ই‘তিকাফ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা মসজিদে ই‘তিকাফ থাকাবস্থায় স্ত্রী সহবাস করো না’ (আল-বাকারা, ২/১৮৭)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জামে মসজিদ ছাড়া কোনো ই‘তিকাফ নেই (আবূ দাঊদ, হা/২৪৭৩)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যুর পরে তাঁর স্ত্রীগণ মসজিদেই ই‘তিকাফ করতেন (ছহীহ বুখারী, হা/২০২৬; ছহীহ মুসলিম, হা/১১৭২)। সুতরাং অবশ্যই মহিলাদেরকেও মসজিদেই ই‘তিকাফ করতে হবে। উল্লেখ্য যে, মসজিদে ই‘তিকাফের ব্যবস্থা না থাকলে তাকে কোথাও ই‘তিকাফ করার প্রয়োজন নেই। আর মহিলারা মসজিদে ই‘তিকাফ করতে চাইলে অবশ্যই স্বামীর অনুমতি থাকতে হবে এবং মসজিদে পর্দার ব্যবস্থা ও ফিতনার আশঙ্কা থেকে মুক্ত হওয়ার নিশ্চয়তা থাকতে হবে।

প্রশ্নকারী : সাইফুল ইসলাম

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine