উত্তর: মুসলিম নর-নারীর জন্য কাজের অজুহাতে ফরয ছালাত দেরীতে আদায় করা বৈধ নয়। কেননা যথা সময়ে ছালাত আদায় করা ফরয। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় ছালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয’ (আন-নিসা, ৪/১০৩)। ওয়াক্ত হওয়ার সাথে সাথে ছালাত আদায় করা সর্বোত্তম আমল (তিরমিযী, হা/১৭০)। তাই কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলে কাজের ফাঁকে আপনাকে অবশ্যই ফরয ছালাত সময়মত আদায় করতে হবে। তা সম্ভব না হলে আপনাকে বিকল্প কাজ খুঁজতে হবে। আল্লাহ বরকত দান করবেন। মহান আল্লাহ বলেন, ‘সেই সব লোক, যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং ছালাত কায়েম ও যাকাত প্রদান হতে বিরত রাখেনা, তারা ভয় করে সেই দিনকে যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। যাতে তারা যে কাজ করে তজ্জন্য আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের অধিক দেন; আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করে’ (আন-নূর, ২৪/৩৭-৩৮)।
প্রশ্নকারী : মোহাম্মাদ রফিক
মালদা, পশ্চিমবঙ্গ, ভারত।