কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : কিছু কিছু পীরপন্থী লোকেরা ছালাত-ছিয়াম অস্বীকার করে।কুরআন ৯০ পারা মানে।তাদের সাথে দেখা হলে আমি সালাম দেয় না। এটা কি ঠিক করছি?

উত্তর : যারা ছালাত-ছিয়াম অস্বীকার করে এবং কুরআন ৯০ পারা মনে করে তারা মুসলিম নয় বরং তারা মুরতাদ। আর মুরতাদকে সালাম দেওয়া যাবে না। মহান আল্লাহ বলেন, ‘তার চেয়ে কে বড় যালেম হতে পারে যে আল্লাহর উপর মিথ্যারোপ করে এবং সত্যকে অস্বীকার করে, যখন সত্য তার নিকট আসে। কাফেরদের জন্য জাহান্নাম কি আবাসস্থল হবে না’ (আয-যুমার, ৩৯/৩২)। আর কোনো অমুসলিমকে আগে সালাম দেওয়া যাবে না। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইয়াহুদী ও নাছারাদের আগে সালাম প্রদান করবে না। রাস্তায় তাদের সাথে দেখা হলে সংকীর্ণ রাস্তায় যেতে বাধ্য করো’ (ছহীহ মুসলিম, হা/২১৬৭; সিলসিলা ছহীহা, হা/১৪১১)।

প্রশ্নকারী : মো. শাহ আলম

বড়াইগ্রাম, নাটোর।


Magazine