কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : আমি ১৬ বৎসর খেয়ে না খেয়েকষ্ট করে৫৫ লক্ষ টাকা সঞ্চয় করেছি, যেন বাড়ি-গাড়ি ও অন্যান্য জরুরী প্রয়োজন মিটাতে পারি।বর্তমানেআমারদুটিসন্তানেরমাথা গোঁজার মতো একটি ফ্ল্যাট বা বাড়ি ও এয়ার কন্ডিশন, অসুস্থ মায়ের চিকিৎসা ব্যয় ছাড়াও জরুরী কিছু অভাব রয়েছে।এমতাবস্থায় আমাকে যাকাত দিতে হবে কি?

উত্তর : জরুরী প্রয়োজন যাই থাকুক, সম্পদ যদি নিসাব পরিমাণ হয় ও তাতে এক বছর অতিবাহিত হয়, তাহলে সেই সম্পদের যাকাত দিতে হবে। অন্যথা মালিককে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন-সম্পদ দান করেছেন, অথচ সে ঐ ধন-সম্পদের যাকাত আদায় করেনি, সে ধনসম্পদকে ক্বিয়ামতের দিন টাক মাথা সাপে পরিণত করা হবে। এ সাপের দুই চোখের উপর দুটি কালো দাগ থাকবে। এরপর ঐ সাপ গলার মালা হয়ে ব্যক্তির দুই চোয়াল আঁকড়ে ধরে বলবে, আমিই তোমার সম্পদ, আমি তোমার সংরক্ষিত ধন-সম্পদ। এরপর তিনি এ আয়াত তেলাওয়াত করলেন, অর্থাৎ ‘যারা কৃপণতা করে, তারা যেন মনে না করে এটা তাদের জন্য উত্তম; বরং তা তাদের জন্য মন্দ। কিয়ামতের দিন অচিরেই যা নিয়ে তারা কৃপণতা করছে তা তাদের গলার বেড়ী করে পরিয়ে দেওয়া হবে’ (আলে ইমরান ৩/১৮০; ছহীহ বুখারী, হা/১৪০৩; মিশকাত, হা/১৭৭৪)। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আদম সন্তানকে ধনসম্পদে পরিপূর্ণ দুটি উপত্যকাও যদি দেওয়া হয়, সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। মূলত আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছুই পরিপূর্ণ করতে পারবে না। আর যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন’ (ছহীহ বুখারী, হা/৫৪৩৬; ছহীহ মুসলিম, হা/১১৬-(১০৪৮; মিশকাত, হা/৫২৭৩)।

-আব্দুল গণি

সবুজবাগ, ঢাকা।

Magazine