উত্তর : বিবাহপূর্ব সম্পর্ক অবৈধ ও হারাম। একে পবিত্র প্রেম বলার কোনো সুযোগ নেই। এমন কাজে জড়িয়ে পড়লে ক্ষমা পাওয়ার উপায় হলো খালেছ অন্তরে তওবা করা। তওবা খালেছ হলে আশা করা যায় আল্লাহ তাকে ক্ষমা করবেন (আত তাহরীম, ৬৬/৮)। খালেছ তাওবার শর্ত হলো- ১. উক্ত পাপ ছেড়ে দেওয়া। ২. উক্ত পাপের জন্য অনুতপ্ত হওয়া। ৩. উক্ত পাপে ফিরে না যাওয়ার প্রতিজ্ঞা করা।
প্রশ্নকারী : আশরাফ মোল্লা
মুকসুদপুর, গোপালগঞ্জ।