কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : বগলের পশম ও নাভির নিচের লোম কতদিন পর কাটতে হয়?

উত্তরবগলের পশম ও নাভির নিচের লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে হয়। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের জন্য গোঁফ খাট করা, নখ কাটা, বগলের লোম তুলে ফেলা, নাভির নিচের লোম পরিষ্কার করার সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। আর তা ৪০ দিনের অধিক ছেড়ে রাখা যাবে না (ছহীহ মুসলিম, হা/২৫৮)। ‍

প্রশ্নকারী : মিজানুর রহমান

বাগেরহাট।

Magazine