কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): আমার রাউটার থেকে কয়েকজনকে ওয়াইফাই দিয়ে থাকি। বিনিময়ে তারা আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়। তারা সিনেমা নাটকসহ মোবাইলে অশ্লীল জিনিস দেখে। এক্ষণে এই উপার্জন কি হালাল হবে? তাদের পাপ কি আমার ওপর বর্তাবে?

উত্তর: যদি নিশ্চিতভাবে জানা যায় যে, এই ওয়াইফাই দিয়ে পাপের কাজ করবে, তাহলে এমন কাজ করা যাবে না। আর এই ইনকামও হালাল হবে না। কেননা এতে অন্যায়কে সহযোগিতা করা হবে। আর আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। তবে স্বাভাবিকভাবে দেওয়া হলে ও গুনাহের বিষয়ে স্পষ্ট জানা না থাকলে দেওয়া যাবে।

প্রশ্নকারী : জাহিদ হাসান

জামালপুর।


Magazine