কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): মসজিদ অন্ধকার করে ফজরের ছালাত ও তারাবীহর ছালাত আদায়ের পক্ষে কি কোনো দলীল আছে?

উত্তর: অন্ধকারে ছালাত আদায় করাতে শারঈ কোনো বাধা নেই। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে মসজিদের বাতি জ্বালানোর ব্যবস্থা ছিল না। তারা অন্ধকারেই ছালাত আদায় করতেন। তবে অন্ধকারে ছালাত আদায় করাকে কেউ যদি ভালো কাজ মনে করে, তাহলে তা বৈধ নয়। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি এমন আমল করে, যাতে আমাদের নির্দেশনা নাই, তাহলে তা বর্জনীয়’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। 

প্রশ্নকারী : ডা. তারেক

উত্তরা, ঢাকা।

Magazine