উত্তর : কোনো ব্যক্তির মধ্যে যদি আর্থিক সামর্থ্য ও শারীরিক শক্তিসহ হজ্জ ফরয হওয়ার শর্তসমূহ পাওয়া যায় তাহলে, তার ওপর হজ্জ ফরয; অন্যথা নয়। আর ওমরাহ আদায় করা ফরয নয়। বরং তা সুন্নাত ও বড় ছওয়াবের কাজ (ছহীহ বুখারী, হা/১৭৭৩; ছহীহ মুসলিম, হা/১৩৪৯; মিশকাত, হা/২৫০৮)। সুতরাং এমন ব্যক্তি যদি চায় তাহলে ওমরাহ করতে পারে। আবার চাইলে হজ্জ ফরয হওয়া পরিমাণ অর্থ জমা হওয়ার পর হজ্জ আদায় করতে পারে। উল্লেখ্য যে, সামর্থ্য না থাকা সত্ত্বেও হজ্জ আদায়ের নিয়্যতে ধুকে ধুকে অর্থ জমানোর বর্তমান প্রচলিত প্রথাটি শরী‘আত সম্মত নয়। স্বাভাবিকভাবে টাকা জমিয়ে যখন তার সার্মথ্য হবে তখন সে হজ্জ করবে। নিজের উপর এবং সংসারের উপর কষ্ট দেয়ার কোনো প্রয়োজন নাই।
প্রশ্নকারী : বদরুযযামান
মনিরামপুর, যশোর।