উত্তর : না; মুসলিমের নেকী কেটে অমুসলিমকে দেওয়া হবে না। তবে মুসলিম ব্যক্তি গুনাহগার হবে। একজন মুসলিম ব্যক্তির মর্যাদাহানী করা যেমন হারাম অনুরূপ একজন অমুসলিমের মর্যাদাহানী করাও হারাম এবং একজন মু’মিনের বৈশিষ্ট এমন হতে পারে না। এমন ব্যক্তির পরিণাম জাহান্নাম। এই মর্মে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الْفَاحِشِ وَلاَ الْبَذِىءِ مَنْ سَمَّعَ يَهُوْدِيًّا أَوْ نَصْرَانِيًّا دَخَلَ النَّارَ ‘মু’মিন খোঁটা দানকারী, অভিশাপকারী, নির্লজ্জ ও অশ্লীলভাষী হয় না। যে ব্যক্তি কোনো ইয়াহূদী বা খ্রিস্টানের দোষ বর্ণনা করে বেড়ায় সে জাহান্নামী’ (তিরমিযী, হা/১৯৭৭; ছহীহ ইবনু হিব্বান, হা/৪৮৬০ ‘হাদীছ ছহীহ’)। তবে যুদ্ধ ক্ষেত্র হলে ভিন্ন বিষয়।
-মো: মোস্তফা কামাল
পশ্চিমবঙ্গ, ভারত।