কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : পেশা হিসেবে নাপিতের কাজ করা যাবে কি?

উত্তর : নাপিতের কাজ করাতে শারঈ কোনো বাধা নেই। তবে এক্ষেত্রে তাকে অবশ্যই হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। যেমন- দাড়ি কাটা অথবা মুণ্ডন করে দেওয়া। কারণ দাড়ি মুণ্ডন করা শরীআতে হারাম (ছহীহুল বুখারী, হা/৫৮৯৩; ছহীহ মুসলিম, হা/২৫৯)। আর দাড়ি মুণ্ডন করে দিলে পাপ কাজে সহযোগিতা করা হবে, যা হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine