উত্তর: ইসলামী শরীআতে সূদকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ করেছেন এবং সূদকে হারাম করেছেন (আল-বাক্বারা, ২/২৭৫)। জাবের রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদ গ্রহীতা, দাতা, তার লেখক ও দুই সাক্ষীর প্রতি লা‘নত করেছেন (ছহীহ বুখারী, হা/৫৯৬২; ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। সুতরাং কোনো ব্যাংক যদি সূদমুক্তভাবে তাদের লেনদেন পরিচালনা করে, তাহলে এমন ব্যাংকের সফটওয়্যার বানানোতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো ব্যাংক যদি সূদভিত্তিক লেনদেন পরিচালনা করে, তাহলে এমন ব্যাংকের সফটওয়্যার বানানো বা যেকোনো ধরনের সহযোগিতা করা জায়েয নয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকারী : আজহার উদ্দিন
দারোগারহাট, ছাগলনাইয়া, ফেনী।