কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): নিকটাত্মীয় কেউ যদি কোনো উপহার (টাকা, পোশাক, খাবার) দেয় এবং তার উপার্জনে যদি হারামের মিশ্রণ থাকতে পারে বলে সন্দেহ থাকে, তবে সেটা কি গ্রহণ করা যাবে?

উত্তরযদি স্পষ্ট জানা যায় যে, উপহারটা হারাম উপার্জনের, তাহলে সেটি গ্রহণ করা বৈধ হবে না। কেননা এতে সেই হারামকে সহযোগিতা করা হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না (আল-মায়েদা, ৫/২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঐ শরীর জান্নাতে প্রবেশ করবে না, যেই শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে (বায়হাকী, শুআবুল ঈমান, হা/১১৫৯)। আর উপহারটি হারাম উপার্জনের নাকি হারাম উপার্জনের এটি যদি স্পষ্ট জানা না যায়, তাহলে সেটি গ্রহণ করাতে কোনো সমস্যা নেই। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন এবং এর প্রতিদানও দিতেন (ছহীহ বুখারী, হা/২৫৮৫)।

প্রশ্নকারী : আরিফ শেখ

ভারত।


Magazine