কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): হজ্জ ও উমরা পালনের সময় মানুষ হাজারে আসওয়াদে চুম্বন করে কেন?

উত্তর: হজ্জ ও উমরা পালনের সময় মানুষ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাতের অনুসরণের উদ্দেশ্যে পাথরকে চুম্বন করে থাকে। তবে সাথে সাথে বিশ্বাস রাখতে হবে যে, উক্ত পাথর উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। যেমনটি উমার রাযিয়াল্লাহু আনহু বলেছিলেন, নিশ্চয় আমি অবগত আছি যে, তুমি একখানা পাথর মাত্র। তুমি ক্ষতিও করতে পারো না, আবার উপকারও করতে পারো না, যদি আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমিও তোমাকে চুম্বন করতাম না’ (ছহীহ বুখারী, হা/১৫৯৭; ছহীহ মুসলিম, হা/১২৭০)।

প্রশ্নকারী : আব্দুল আলীম

ঢাকা।


Magazine