কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): কোনো মহিলা তার স্বামীর থেকে খোলা করে নিলে তাকে কতদিন ইদ্দত পালন করতে হবে?

উত্তরকোনো মহিলা তার স্বামীর থেকে খোলা করে নিলে তাকে এক ঋতু (এক মাস) ইদ্দত পালন করতে হবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ছাবিত ইবনু কায়স রাযিয়াল্লাহু আনহু-এর স্ত্রী তার স্বামীর নিকট হতে খোলা করে নেয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক ঋতু সময় ইদ্দত পালনের নির্দেশ দেন (তিরমিযী, হা/১১৮৫)।

প্রশ্নকারী : আয়েশা আক্তার

কুমিল্লা।


Magazine