কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না সেই ব্যক্তি যদি এশার পর এক ও তিন রাকআতউভয়ই নিয়মিত বিতর পড়ে তাহলে ঠিক হবে এবং এক ও তিন রাক‘আত বিতরপড়ার পদ্ধতি জানতে চাই?

উত্তরনা, ঠিক হবে না। কেননা তখন এক রাতে দুইবার বিতর পড়া হয়ে যাবে যা ছহীহ হাদীছ দ্বারা নিষিদ্ধ। আলী রযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–কে বলতে শুনেছি। তিনি বলেছেন, ‘এক রাত্রে দুইবার বিতরের ছালাত আদায় করতে নেই’ (আবূ দাউদ, হা/১৪৩৯; তিরমিযী, হা/৪৭০)। এক রাকআত বিতর পড়ার জন্য শুধু সূরা ফাতেহার সাথে অন্য সূরা পড়ে রুকু সিজদা করে সালামের মাধ্যমে শেষ করবে। তিন রাকআত বিতর পড়ার পদ্ধতি হলো- তিন, পাঁচ রাকআত বিতর একটানা পড়তে হবে। মাঝে কোনো বৈঠক করা যাবে না (নাসাঈ, হা/১৭১৮; কুবরা বায়হাক্বী, হা/৪৮০৩; ছহীহ বুখারী, হা/৭৩৭; মিশকাত, হা/১২৫৬)। উল্লেখ্য যে, তিন রাকআত বিতর ছালাত মাগরিবের তিন রাকআত ফরয ছালাতের মতো মর্মে যে হাদীছ মাযহাবীদের পক্ষ থেকে শুনা যায় তা দূর্বল।

প্রশ্নকারী : গোলাম কিবরিয়া

দিনাজপুর।


Magazine