কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : ‘হামীম জান্নাতী’ ও ‘মুবাশশির রহমান’ নাম দু’টির অর্থ কী? এ নাম রাখা যাবে কি?

উত্তর : এভাবে নাম রাখা যাবে না। কারণ নাম দু’টিতে নিজের প্রশংসা করা হয়েছে। হামীম জান্নাতী বলে হামীমকেই জান্নাতী ঘোষণা দেয়া হয়েছে। যা মানুষের আয়ত্বের বাইরে। আর মুবাশশির অর্থ সুসংবাদদাতা। যে শব্দকে মহান আল্লাহ তার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর জন্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আত্মপ্রশংসা করনা, তিনিই সম্যক জানেন মুত্তাকী কে’ (আন-নজম, ৩২)। যায়নাব বিনতু আবূ সালামাহ রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আমার নাম ‘বাররাহ’ রাখা হয়েছে। তখন রাসূলুল্লাহ রযিয়াল্লাহু আনহু বলেন, ‘তোমরা নিজেদের পবিত্রতা নিজেরাই প্রকাশ করো না। তোমাদের মধ্যে কে পুণ্যবান, তা আল্লাহ তাআলাই বেশি জানেন। তাঁর নাম যায়নাব রাখো’ (ছহীহ মুসলিম, হা/২১৪২; আবূ দাঊদ, হা/৪৯৫৩; মিশকাত, হা/৪৭৫৬)।

 প্রশ্নকারী : রফিকুল ইসলাম রফিক

মেলা কচুকাটা, নীলফামারী।

Magazine