উত্তর: কোনো কারণবশত জানাযা না পেলেও মাটি দিতে পারে এবং সে এক কীরাত নেকী পাবে। কেননা হাদীছে এসেছে, আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জানাযার ছালাত আদায় করা পর্যন্ত জানাযায় উপস্থিত থাকবে, তার জন্য এক কীরাত আর যে ব্যক্তি মৃতের দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য দুই কীরাত’। জিজ্ঞেস করা হলো, দুই কীরাত কী? তিনি বললেন, ‘দুটি বিশাল পর্বত সমতুল্য (ছওয়াব)’ (ছহীহ বুখারী, হা/১৩২৫)। একটি পাহাড় উহুদ পাহাড়ের ন্যায়। হাদীছের ভাষ্য অনুযায়ী বুঝা যায়, জানাযার ছালাতের জন্য এক কীরাত আর মাটি দেওয়ার জন্য এক কীরাত।
প্রশ্নকারী : সোলায়মান আলী
ঘোড়াঘাট, দিনাজপুর।