কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : আমি বিতর ছালাত রাতে উঠে পড়ব বলে ঘুমিয়ে যায় কিন্তু রাতে উঠতেনা পারায়আমার মাঝে মধ্যে বিতর ছালাত ছুটে যায়। এতে কি আমার গোনাহ হবে?

উত্তর : বিতর ছালাতের সঠিক সময় হলো ঘুমানোর পূর্বে বা ফজরের আযানের পূর্বে আদায় করা। তবে কারো যদি ঘুম, অসুস্থতা বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে যোহর ছালাতের পূর্বে আদায় করে নিবে। এ ক্ষেত্রে জোড় সংখ্যক করে বিতর ছালাত পড়তে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যখন ঘুম, অসুস্থতা বা ব্যথা কিয়ামুল লাইল হতে ব্যস্ত রাখত তখন তিনি দিনের বেলায় ১২ রাকআত ছালাত আদায় করতেন (মুসনাদে আহমাদ, হা/২৪৩১৪)। হাদীছে বুঝা যায় যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাত দিনের বেলায় জোড়া করে পড়েছেন। তাই বিতর ছুটে গেলে দিনের বেলা জোড়া করে পড়তে হবে (মাজমাআ ফাতওয়া লি ইবনে উছায়মীন, ১৪/১১৪; মাজমু লি বিন বায, ১১/৩০৫-৩০৮)। কারো যদি এই বিতর ছালাত অসর্তকতাবশত ছুটে যায় তাহলে গুনাহগার হবে না। কারণ তা নফল ছালাত। তবে অবশ্যই ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হতে বিরত থাকতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমার সুন্নাত পালন করা হতে বিমুখ হবে সে আমার দলভুক্ত নয়’ (ছহীহ বুখারী, হা/৫০৬৩)।

প্রশ্নকারী : রাজিয়া

তানোর, রাজশাহী


Magazine