কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): বর্তমানে অনেকেই ব্যাংক থেকে লোননিয়ে বাড়ি তৈরি করে সেই বাড়ি ভাড়া দেয়। আমার প্রশ্ন হলো, এমন বাড়ি ভাড়া নেওয়াতে শারঈ কোনো বাধা আছে কি?

উত্তর: ব্যাংক থেকে লোন নেওয়া হারাম। কেননা সেটা সূদের সাথে সম্পৃক্ত। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদদাতা, গ্রহীতা, লেখক ও সাক্ষী সকলের ওপরই লা‘নত করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। এই বর্ণনা প্রমাণ করে যে, সরাসরি সূদ দেওয়া, নেওয়া, সাক্ষী থাকা ও সূদ লেখা এগুলো কাজ করা যাবে না। কিন্তু সেই বাড়ি ভাড়া নেওয়াতে শারঈ কোনো বাধা নেই। বাড়ির মালিকের ওপর সেই সূদের পাপ বর্তাবে, যেই ভাড়া নিবে তার ওপর নয়।

প্রশ্নকারী : মশিউর রহমান

তানোর, রাজশাহী।


Magazine