কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : আমাদের বরগুনা জেলায় মহিলা মসজিদ তৈরি করা হয়েছে। এ বিষয়ে ইসলাম কী বলে? আমার ঘরের মা-বোনরা সেখানে যেতে পারবে কি?

উত্তর : মহিলারা তাদের বাড়িতে একাকি অথবা জামা‘আতবদ্ধভাবে ছালাত আদায় করতে পারে এবং তারা তাদের ইমামতিও করতে পারে। যার মধ্যে মহিলা মাদরাসাগুলোও অন্তর্ভূক্ত হবে। এ মর্মে উম্মুল হাসান রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি রাসূলের স্ত্রী উম্মু সালামা রযিয়াল্লাহু আনহা-কে মহিলাদের ইমামতি করতে দেখেছেন। আর তিনি তাদের সাথে তাদের কাতারের (মাঝে) দাঁড়াতেন (মুছান্নাফে ইবনু আবী শায়বা, ৪৯৮৯; আলবানী হাদীছটিকে ছহীহ বলেছেন)। অনুরুপভাবে আয়েশা রযিয়াল্লাহু আনহাও ফরজ ছালাতের ক্ষেত্রে মহিলাদের নিয়ে ইমামতি করতেন। আর ইমামতি করার সময় তাদের মাঝে দাঁড়াতেন (বায়হাক্বী, হা/৫১৩৮)। ইমাম নববী হাদীছটিকে ছহীহ বলেছেন (আল-খুলাছাহ, ২/৩৯)। ইবনু বায রহিমাহুল্লাহ বলেছেন, মহিলারা তাদের বাড়িতে জামা‘আতের সহিত ছালাত আদায় করতে পারে (মাজমূআয়ে ফাতাওয়া, ১২/৭৮)। অনুরুপভাবে লাজনা আদ-দায়েমাতেও একই কথা বলা হয়েছে, (আল-লাজনা আদ-দায়েমা, ৮/২১৩)। তবে পৃথকভাবে মহিলাদের মসজিদ তৈরি করে জামা‘আতের সহিত ছালাত আদায় করা মর্মে কোনো দলীল পাওয়া যায় না। বরং পুরুষদের মসজিদেই আলাদা ব্যবস্থার মাধ্যমে মেয়েরা ছালাত আদায় করবে। বিধায় এমন অবস্থা হতে সকলকে বিরত থাকতে হবে। যার মাধ্যমে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও ফিতনার মাঝে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহই অধিক জানেন।

প্রশ্নকারী : রেজাউল করিম

বরগুনা।


Magazine