কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : যারা মিউজিক শুনে তাদের কানে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দেওয়া হবে মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?

উত্তর : যারা মিউজিক শুনে তাদের শাস্তির ব্যাপারে কঠিন হতে কঠিন শাস্তির কথা হাদীছে বর্ণিত হয়েছে। যেমন: ইমরান ইবনু হুসাইন রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এই উম্মতের জন্য ভূমিধ্বস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের আযাব হবে। জনৈক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তা কখন ঘটবে? তিনি বললেন, ‘যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে এবং মদ্যপান দেখা দিবে (তিরমিযী, হা/২২১২; মিশকাত, হা/১০৬)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা’আলা মদ, জুয়া ও সব ধরণের বাদ্যযন্ত্র হারাম করেছেন’ (মিশকাত, হা/৪৫০৩ ‘হাদীছ ছহীহ’)। তবে কানে সীসা ঢেলে দেওয়া হবে মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ সূত্র দ্বারা প্রমাণিত নয়। বরং তা জাল (সিলসিলা যঈফা, হা/৪৫৪৯ ‘বাতিল হাদীছ’; ছহীহ ওয়া যঈফ আল-জামে’ আছ-ছগীর, হা/১২১৮৮)।

-রাহাত

মিরপুর-১০।


Magazine