কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): ইমাম যখন রুকূ থেকে উঠে আর বলে ‘সামি আল্লাহু লিমান হামিদাহ’, তখন কি ইমামের পিছনে মুক্তাদীকেও এই কথা বলতে হবে নাকি শুধু ‘রাব্বানা লাকাল হামদ’ বললেই হবে?

উত্তর: ইমামের পিছনে মুক্তাদী ‘রাব্বানা লাকাল হামদ’ বলবে। আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন ইমাম বলে, ‘সামি আল্লাহু লিমান হামিদাহ’, তখন তোমরা বলো, ‘আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ’ (ছহীহ বুখারী, হা/৭৯৬; মুছান্নাফে ইবনু আবী শায়বা, হা/২৬১৬)। তবে ‘সামি আল্লাহু লিমান হামিদাহ’ও বলতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ইমাম নির্ধারণ করা হয় অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৬৮৮)।

প্রশ্নকারী : ফরহাদ খান

মিরপুর, ঢাকা।


Magazine