কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): চুক্তিতে ৩ বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে লিচু বা আম বাগান ক্রয় করা কি শরীআতসম্মত?

উত্তর: উল্লেখিত পদ্ধতিতে বাগান ক্রয় করা (ভাড়া নেওয়া) শরীআত সম্মত নয়। এ পদ্ধতিতে ক্রয় বিক্রয় করাকে المعاومة মুআওয়ামাহ বলা হয়। মুআওয়ামাহ হলো কোনো জমি, খেজুর গাছ বা ফলমূল ইত্যাদির উৎপাদনকে এক বা একাধিক বছরের জন্য কারো সঙ্গে চুক্তির মাধ্যমে নির্দিষ্ট অর্থ বা ফসলের অংশ বিনিময়ে দেওয়া, যা জাহেলী যুগে ছিল এবং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। জাবির ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালাহ, মুযাবানাহ, মুআওয়ামাহ ও মুখাবারাহ নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/২৩৮১; ছহীহ মুসলিম, হা/১৫৩৬)। অত্র হাদীছে মুআওয়ামাহ থেকে নিষেধ করা হয়েছে।

প্রশ্নকারী : আবূ সাঈদ সাকিব

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।


Magazine