উত্তর: অনিচ্ছাকৃত ঘুমের কারণে এই পাপ হবে না। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যদি কেউ কোনো ছালাতের কথা ভুলে যায় বা ঘুমিয়ে যায়, তাহলে যখনই স্মরণ হবে, তখন তাকে তা আদায় করতে হবে। এ ব্যতীত সে ছালাতের অন্য কোনো কাফফারা নেই’ (ছহীহ বুখারী, হা/৫৯৭; ছহীহ মুসলিম, হা/৬৮৪)। আর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আছরের ছালাত ছেড়ে দেয়, তার আমল বিনষ্ট হয়ে যায়’। এর অর্থ হলো যে ব্যক্তি ছালাতকে অবহেলা করে, এর সময়ের ফযীলতকে তুচ্ছজ্ঞান করে সময়মতো তা আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও তা ছেড়ে দেয়, তার ছালাতের কাজ নষ্ট হয়ে যায় (শারহু ছহীহিল বুখারী, ২/১৭৬)।
প্রশ্নকারী : মুরশিদ আলী
মঙ্গলজন, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
 
                             
                        
 
        
    