প্রশ্ন (২৪) : একজন আলেম বলেন, ‘ইবরাহীম আলাইহিস সালাম কা‘বা গৃহ নির্মাণের পর অতিরিক্ত ইট-বালি সম্পর্কে মহান আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলেন, সেগুলো আকাশের দিকে উড়িয়ে দাও। সেগুলো দুনিয়ার যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে মসজিদ নির্মাণ হবে’। একথার সত্যতা আছে কি?
উত্তর : একথার কোন সত্যতা নাই। এটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কাহিনী।