কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : কুরবানীর পশু যবেহ করার জন্য ইমামকে যে গোশত বা অর্থ দেওয়া হয় তা কি হালাল হবে?

উত্তর : কুরবানীর গোশত থেকে কাউকে পারিশ্রমিক হিসাবে কিছু দেওয়া যাবে না। আলী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কুরবানীর পশুর পাশে দাঁড়াতে, এগুলোর গোশত, চামড়া ও পিঠের আবারণসমূহ বিতরণ করতে নির্দেশ দেন এবং তা হতে কসাইকে যেন পারিশ্রমিক হিসাবে কিছুই দেওয়া না হয় (ছহীহ বুখারী, হা/১৭১৭)। তবে ঐ ব্যক্তি হক্বদার হলে হাদীয়া স্বরূপ কিছু দেওয়া যেতে পারে (আল-মুগনী ১১/১০)।

প্রশ্নকারী : সাব্বির হাসান

জামালপুর।


Magazine