উত্তর : পরিবারের অন্যান্য সদস্যরা নখ-চুল কাটতে পারে। কেননা যাদের কুরবানী নেই তারাও নখ, চুল কাটা থেকে বিরত থাকবে এবং কুরবানীর দিন কাটলে পূর্ণ নেকী পাবে মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে, তা যঈফ (আবূ দাঊদ, হা/২৭৮৯; নাসাঈ, হা/৪৩৬৫)। উক্ত হাদীছের উপর আমল করা যাবে না।
প্রশ্নকারী : খোকন মাহমূদ
ঢাকা।