কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : শখ করে ছবি উঠিয়ে মোবাইলে রাখলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে কি কোনো গুনাহ হবে?

উত্তর : ছবি অঙ্কন করা শরীআতে নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কিয়ামতের সবচেয়ে কঠিন শাস্তির মুখোমুখি হবে চিত্র অঙ্কনকারীরা’ (ছহীহ মুসলিম, হা/২১০৯)। বর্তমান যুগের প্রিন্ট মেশিনের সাহায্যে ছবি প্রিন্ট করে রাখাও ছবি অঙ্কনের শামিল। কিন্তু মোবাইল বা ক্যামেরায় ধারণকৃত ছবিগুলো প্রিন্টেড ছবির মতো নয়। স্ক্রিন বন্ধ করে দিলেই তার অস্তিত্ব থাকে না (ইসলাম সওয়াল ওয়া জওয়াব, প্রশ্ন নং ৯১৩৫৬)। তবে তাক্বওয়াশীল মুমিনের জন্য বিনা প্রয়োজনে ছবি না তোলাই উচিত। ছবি তোলা এবং শেয়ার করার মাধ্যমে মানুষের ব্যক্তি ও সামাজিক জীবনের প্রাইভেসি নষ্ট হয়। যা মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে এবং মানুষকে লোক দেখানোর একটি অসুস্থ প্রতিযোগিতায় নিমজ্জিত করে। যা এক প্রকার মানসিক রোগ। এই মানসিক রোগের ব্যাপকতার কারণে আমাদের সমাজ ব্যবস্থা অভ্যন্তরীণভাবে ভেঙ্গে পড়েছে। সুতরাং প্রয়োজন ছাড়া ছবি উঠানো এবং শেয়ার করা কখনোই তাক্বওয়াবান মুমিনের জন্য শোভনীয় নয়।

প্রশ্নকারী : মো: আব্দুল্লাহ

সৈয়দপুর, নীলফামারী


Magazine