কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): কোনো বিয়েতে বাবার উপস্থিতিতে বাবা রাজী অবস্থায় মামা বিয়ে পড়ালেবিয়ে হবে কি?

উত্তর: বিবাহে মেয়ের অভিভাবক থাকা শর্ত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অভিভাবক ছাড়া বিবাহ সিদ্ধ নয়’ (আবূ দাঊদ, হা/২০৮৫)। অন্য বর্ণনায় তিনি বলেন, ‘কোনো নারী অভিভাবক ছাড়া বিবাহ করলে তা বাতিল, বাতিল, বাতিল’ (আবূ দাঊদ, হা/২০৮৩)। আর ‍উত্তম হলো, মেয়ের পিতাই তার মেয়ের বিবাহ পড়াবে। তবে যদি মেয়ের পিতার অনুমতিতে অন্য কেউ বিবাহ পড়ায় তাহলে তাতে কোনো বাধা নেই।

প্রশ্নকারী : শারমিন সুলতানা।



Magazine