উত্তর: টেলিটক কোম্পানী এই সুবিধা দিচ্ছে কেন তার কারন নির্ণয় করা প্রয়োজন। যদি এই অফার সূদ মিশ্রিত থাকে তাবে অবশ্যই সুদ হবে। যা শরীয়তে হারাম, (আল বাকারা, ২/২৭৫)। আর যদি প্রচারের উদ্দেশ্য করে থাকে এবং সূদ মিশ্রিত না থাকে তাহলে সেটি জায়েয হবে। আর যদি সন্দেহযুক্ত হয় তাহলে তা পরিত্যাগ করতে হবে (ছহীহ বুখারী, হা/৫২; ছহীহ মুসিলম, হা/১৫৯৯)।
প্রশ্নকারী : মো. লিখন
রংপুর সদর, রংপুর।